ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:২৯ এএম

ঠাকুরগাঁওয়ে সাত শতাধিক শীতার্তর মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন (জুয়েল)। গতকাল সোমবার বেলা ১১টায় সদর উপজেলার রুহিয়া থানার বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্রগুলো বিতরণ করেন তিনি। এর আগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূর চৌধুরী, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ অন্যরা।