কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট এবং সরকারি ওষুধের সরবরাহ ব্যাহত হওয়ায় সৃষ্ট ভোগান্তি দূর করার দাবিতে তাড়াইলের সচেতন নাগরিকরা মানববন্ধন পালন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘মানবতায় আমরা’ অনলাইন গ্রুপের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি দুপুর ১২টায় শেষ হয়। বক্তারা বলেন, তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট প্রকট আকার ধারণ করেছে। মেডিকেল অফিসার, নার্স এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা নিতে পারছেন না। জরুরি বিভাগে পর্যাপ্ত জনবল না থাকায় সেবা ব্যাহত হচ্ছে। সরকারি ওষুধ সময়মতো না পাওয়ায় দরিদ্র মানুষের ভোগান্তি আরও বেড়েছে। মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ও সামাজিক কর্মী ছাদেকুর রহমান রতন। এতে বক্তব্য রাখেনÑ সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক দেলোয়ার হোসেন খান, মাওলানা এমদাদ উল্লাহ প্রমুখ।

