ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ভালুকা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি ভালুকা উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনসহ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন