ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

পূজা দাসের জোড়া গোলে বাংলাদেশের পাঁচে পাঁচ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৫০ এএম

ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গতকাল আবার দুদল মুখোমুখি হয়। এই সাক্ষাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জয় তুলে নিলেন বাংলাদেশের মেয়েরা। পূজা দাস জোড়া গোল উপহার দেন। এ ছাড়া তৃষ্ণা রানী, কানন রানী বাহাদুর ও আফঈদা খন্দকার একটি করে গোল করেন। এ নিয়ে সাফের টুর্নামেন্টটিতে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। আগামী ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবেন লাল-সবুজের জার্সিধারীরা। এই ম্যাচে ড্র করলেও শিরোপা জয়ের উৎসব করবে তারা। আর যদি নেপাল জিতে যায়, তাহলে দুদলের পয়েন্ট হবে সমান ১৫ করে। সে ক্ষেত্রে হেড টু হেড ও গোল গড়ের হিসাবে শিরোপা নির্ধারিত হবে।

পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ১৫ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে নেপাল। গতকাল তারা ৮-০ গোলে হারায় ভুটানকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বসুন্ধরা কিংস প্র্যাকটিস গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের আশায় নেমেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে লাল-সবুজের মেয়েরা প্রথমার্ধে গোল করতে পেরেছেন মাত্র ২টি। প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম গোলটি আসে ম্যাচের ২৫ মিনিটে, কানন রানী বাহাদুরের পা থেকে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট জাল খুঁজে পায় নিখুঁতভাবে। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। কিন্তু সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন পূজা দাস। গতকালের ম্যাচেও বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশে এনেছেন পাঁচটি পরিবর্তন।

নিয়মিত একাদশের বাইরে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়কে প্রথম একাদশে সুযোগ দেন তিনি। মূল একাদশে ছিলেন না আফঈদা, স্বপ্না  রানী, উমেহলা ও মুনকি আক্তারের মতো নিয়মিত মুখ। গোলপোস্টের নিচে প্রথমবারের মতো দায়িত্ব পান ফেরদৌসী আক্তার। একাদশে জায়গা পান রুপা আক্তার, পূজা দাস, নাদিয়া আক্তার, কানন রানীরা। সুরমা জান্নাত অধিনায়কের বাহুবন্ধনী পরে দলকে নেতৃত্ব দেন। পুরো ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে।

তবে স্কোর লাইনটা আরও বড় হতে পারত। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ও ভাগ্য সহায় না হওয়ায় ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে তিনটি গোল করেনÑ পূজা দাস (৭৩ মিনিটে), তৃষ্ণা (৮৬ মিনিটে) ও আফঈদা খন্দকার (দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে)। শিরোপার দৌড়ে থাকা বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্যÑ চ্যাম্পিয়ন হওয়া।