রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:২৩ এএম

ইসাক ও একিতিক নৈপুণ্যে জিতল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:২৩ এএম

ইসাক ও একিতিক নৈপুণ্যে  জিতল লিভারপুল

লিগ কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিল ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি। দ্বিতীয় ডিভিশনের দল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে সহজেই জিতেছে লিভারপুল। তাদের জয়ের নায়ক ইসাক ও একিতিক। তারা ২-১ গোলে হারায় সাউদাম্পটনকে। অপর ম্যাচে লিঙ্কন এফসির বিপক্ষে ২-১ ব্যবধানেই জিতেছে চেলসি। চ্যাম্পিয়নশিপের টিম সাউদাম্পটনের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট। এন্দো, কিয়েসা, এনগুমোহাদের সুযোগ দেন প্রথম একাদশে। তবে শুরু থেকে খেলেন তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক।

লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফেললেন তিনি। ৪৩ মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে বল পেয়ে যান কিয়েসা। বক্সে তার মাইনাস থেকে গোল করে লিভারপুলকে লিড এনে দেন ইসাক। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। তবে ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সাউদাম্পটনকে সমতায় ফেরান শেয়া চার্লস। ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে লংবল বাড়ান রবার্টসন। কিয়েসা সেই বল ধরে পাস দেন পরিবর্ত হিসেবে নামা উগো একিতিককে। ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি। জয়সূচক গোল করে জার্সি খুলে সেলিব্রেট করে হলুদ কার্ড দেখেন একিতিক। আগেও দেখেছিলেন একটি কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে।

অন্যদিকে, তৃতীয় ডিভিশনের ক্লাব লিঙ্কন এফসির বিরুদ্ধেও কষ্ট করে জিততে হলো চেলসিকে। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের প্রাধান্য দিলেও গার্নাচো, এনজো ফার্নান্দেসরা ছিলেন প্রথম একাদশে। তা সত্ত্বেও ৪২ মিনিটে রব স্ট্রিটের গোলে পিছিয়ে পড়ে চেলসি। দ্বিতীয়ার্ধে এস্তেভাও, পেদ্রো নেতোদের নামান চেলসির কোচ। ৪৮ মিনিটে তাদের সমতায় ফেরান ১৯ বছর বয়সি তরুণ স্ট্রাইকার টাইরিকে জর্জ। বুলেট শটে গোল করেন তিনি। ২ মিনিটের মধ্যে টাইরিকের পাস থেকেই গোল করেন ২০ বছর বয়সি ফাকুন্দো বুয়োনানোতে। ২-১ ফলেই শেষ হয় ম্যাচ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!