ঢাকায় গত শুক্রবার শেষ হয়েছে ২৪তম তির এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপ। এতে ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। এই তিন আরচারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী শেষে এ ঘোষণা দেন। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মতো ফ্যাসেলিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে, সেভাবেই আমরা তাদের সহযোগিতা করব। এটা সত্যি, বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি, এই আরচারির মাধ্যমে আমরা গোল্ড পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিন জন মেডেল পেয়েছেন, তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্র্যত্যেককে দশ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’
উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছেন, ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আরচাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার। অন্য আরচারদের পক্ষ থেকে তিনি বলেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা, তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আরচারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগী হতে পারব এই খেলায়। শুধু তাই নয়, অনেকেই হয়তো আরচারি ছেড়ে বিদেশে চলে যান, সে ক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কারের ঘোষণার কথা শুনে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন