ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৩৩ এএম

পাকিস্তানের স্কিল ও টেকনিকের কাছে আবারও হেরে গেল বাংলাদেশ। খোয়াল বিশ^কাপ বাছাইয়ে যাওয়ার প্লে-অফ সিরিজ। তিনি ম্যাচের দ্বিতীয়টিতেও হেরে গেছে স্বাগতিকেরা। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশকে। রোববারের ম্যাচটি হয়ে থাকল নিয়ম রক্ষার। দুই জয়ে পাকিস্তান কোয়ালিফাই করে গেল বিশ্বকাপ বাছাইপর্বে।

স্টেমিনায় বাংলাদেশ আগেও পিছিয়ে ছিল। এবারও তাই। তার ওপর রোমান সরকার না থাকায় রক্ষণে একটু দুর্বলতা তো ছিলই। প্রথম ম্যাচে পাকিস্তান আটটি পিসি নিয়ে ১ গোল করলেও কাল ১১টি পিসি পেয়ে গোল করল ৪টি। আর বাংলাদেশ প্রথম ম্যাচে পাঁচটি পিসিতে ১ গোল পেলেও কাল কোনো গোল পায়নি। প্রথম কোয়ার্টারে পাকিস্তানের স্কোর ছিল ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০  এবং শেষ কোয়ার্টারে ৮-০। বাংলাদেশ যে সুযোগ পায়নি, তেমনটি নয়। ৬, ১৩, ৩৪, ৪৭ ও ৫৪ মিনিটে সুযোগগুলো স্বাগতিকদের কাজে লাগেনি নিজেদের ভুলে।

পাকিস্তানের হয়ে ৬ ও ১৯ মিনিটে সুফিয়ান খান পিসি থেকে ২টি গোল করেন। ১৩ ও ৫৭ মিনিটে রানা ওয়াহিদ আশরাফ ২টি ফিল্ড গোল করেন। ৩০ মিনিটে ওয়াহিদ পিসি থেকে গোল করেন। ৩২ মিনিটে শহিদ হাান্নান পিসি থেকে গোল করেন। ৫৩ মিনিটে আফরাজ ফিল্ড গোল করেন। ৫৯ মিনিটে আম্মাদ ভাট পিসি থেকে গোল করেন।