ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

এমবাপ্পে জাদুতে বিশ্বকাপে ফ্রান্স

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৩৯ এএম

কিলিয়ান এমবাপ্পের জাদুতে ইংল্যান্ডের পর ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে ২০২৬ সালের বিশ^কাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স। গত বৃহস্পতিবার ইউক্রেনকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। এই ম্যাচে জোড়া গোল উপহার দেন বিশ^কাপজয়ী ফুটবলার এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। জোড়া গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ২৬ বছর বয়সি এমবাপ্পে।

একই দিন ফ্রান্স-ইউক্রেনের ম্যাচের আগে ২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সে জঙ্গি হামলায় নিহত ১৩২ জনকে স্মরণ করা হয়। এ ছাড়া প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসের মাইকে রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতিও জানানো হয়। পরবর্তীতে বল মাঠে গড়ানোর পরপর ইউক্রেনের ওপর আধিপত্য দেখাতে শুরু করে ফ্রান্স। যদিও ম্যাচের ৪ গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে বরাদ্দ সময়ে। দুর্দান্ত ম্যাচে এমবাপ্পের জোড়া গোল ছাড়াও মাইকেল ওলিসে ও হুগো একিতিকে একটি করে গোল দিয়েছেন। ম্যাচের বেশির ভাগ সময় বল নিজেদের দখলে রেখে মোট ২৩টি শট নেয় দেশমের দল। এর মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি সফরকারীরা। ম্যাচের প্রথমার্ধে বল জালে পাঠানোর লক্ষ্যে এমবাপ্পে-বারকোলাদের শট ঠেকিয়ে গোলবার অক্ষুণœ রাখেন ইউক্রেন গোলরক্ষক আনতোলি ট্রুবিন। তবে দ্বিতীয়ার্ধে এই ফর্ম বজায় রাখতে পারেননি আনতোলি ট্রুবিন। ৫৩ মিনিটের মাথায় ঠিকই বল জালে পাঠিয়ে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। ওলিসেকে ফাউল করায় পেনাল্টির সুযোগ পায় ফ্রান্স।

এতেই পানেনকা শটে গোলের খাতা খোলেন এমবাপ্পে। পরবর্তীতে ৭৬ মিনিটের মাথায় সতীর্থের পাসে শট নিয়ে ইউক্রেনের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ওলিসে। এর ঠিক মিনিট সাতেক পরেই দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, যা ফ্রান্স জাতীয় দলে ৯৪ ম্যাচে তার ৫৫তম গোল। এতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া অলিভিয়ে জিরুকে (৫৭) ছুঁতে আর মাত্র ২টি গোল চাই এই রিয়াল তারকার।

৭৬ মিনিটের গোলেই মোটামুটি জয় নিশ্চিত করে ফেলেছিল ফ্রান্স। তবে ৮৮ মিনিটে বদলি নামা একিতিকে এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে গোল করেন, যা ফরাসিদের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে। এতে পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চূড়ায় থাকা ফ্রান্স বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল। এ ছাড়া সমান ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড ও ইউক্রেন আছে যথাক্রমে ২ ও ৩ নম্বরে।