আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ^কাপ সামনে রেখে বিসিবি এই সিরিজ আয়োজন করতে চাইলেও খেলোয়াড়দের বিশ্রাম ও কাজের চাপ বিবেচনায় পাকিস্তান এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও আগে থেকেই খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া ছিল। সেই ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলবেন। তা ছাড়া ক্রিকেটারদের বিশ্রামের একটা প্রয়োজন আছে। সবকিছু বিবেচনা করে তারা ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইতোমধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খানকে বিবিএলে খেলার এনওসি দিয়েছি। ফখর জামান, এমিরেটস ইন্টারন্যাশনাল লিগে খেলছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পুরো বিবিএল মৌসুমের জন্য পাকিস্তানি খেলোয়াড়দের এনওসি চেয়েছিল। তাই এখন ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ সম্ভব নয়।’ পিসিবি সূত্র আরও জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান দলের অত্যন্ত ব্যস্ত সূচি আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একাধিক টেস্ট সিরিজের পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থাকায় খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতি নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। পাকিস্তানের না খেলার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন