মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫৬ এএম

বিপিএলে সেরাটা দিয়ে খেলতে চান নাঈম

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫৬ এএম

বিপিএলে সেরাটা দিয়ে খেলতে চান নাঈম

১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে সর্বোচ্চ মূল্যে মোহাম্মদ নাঈম শেখকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। নাঈমও দলের আস্থার প্রতিদান দিতে চান। তিনি বলেছেন, আসন্ন বিপিএলে নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিয়ে খেলবেন। নিলামের আগে থেকেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নাঈমের সঙ্গে যোগাযোগ করেছিল। নিলামে দর কষাকষির মাধ্যমে এক কোটি ১০ লাখ টাকায় এই ওপেনারকে দলে নিয়েছে চট্টগ্রাম। কোটি টাকায় দল পাওয়ায় মোটেও অবাক নন নাঈম। অবশ্য ভিত্তি মূল্যেও যদি কোনো দল তাকে নিত, তাহলে আপত্তি থাকত না বলে জানালেন এই ক্রিকেটার। নাঈম বলেন, ‘এবার নিলাম পদ্ধতিই সম্পূর্ণ নতুন। বছরের পর বছর আমরা কেবল ড্রাফট পদ্ধতির সঙ্গেই পরিচিত ছিলাম। আমার বিপিএল ক্যারিয়ারে এমন ঘটনার সাক্ষী প্রথমবার হলাম। এ জন্য মুহূর্তটি সারাজীবন স্মরণে থাকবে। খুব মজার ছিল। উপভোগ করেছি।’ অন্যদিকে, ‘এ’ ক্যাটাগরি থেকে নিলামে নাঈমের সঙ্গে ছিল লিটনের নামও। কিন্তু জাতীয় দলের অধিনায়ক ৭০ লাখ টাকায় দল পেয়েছেন।

লিটনের চেয়ে ৬০ লাখ টাকা বেশিতে দল পাওয়াটা সৌভাগ্যের মনে করছেন নাঈম। তিনি বলেন, ‘ভিত্তি মূল্য থেকে কিছুটা বাড়বে, এ রকম ভাবনা ছিল আমার। কিন্তু নিলামে দর উঁচু থেকে এত উঁচুতে পৌঁছানো এবং প্রথম ডাকে সর্বোচ্চ মূল্যে দল পাওয়াটা আমার জন্য দারুণ সৌভাগ্যের ব্যাপার।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই বয়সের ক্রিকেটারদের কেউ তো এক কোটি টাকা পায়নি আমার দেখায় কেউই। কোটি টাকা সাধারণত আমাদের সিনিয়র ভাই সাকিব, মুশফিক ভাই, তামিম ভাইয়রা পেতেন। তাও সরাসরি চুক্তিতে। কিন্তু নিলামে দর কষাকষি করে কোটিপতি হওয়াটা দারুণ রোমাঞ্চকর ছিল। স্বাভাবিকভাবেই সবাই খুব মজা নিচ্ছিল, দুষ্টুমি করছিল! যেন একটা উৎসবের পরিবেশ।’

অনেক বছর পর বিপিএলে নিলাম প্রক্রিয়াটা ফিরেছে। ভবিষ্যতে এটা যদি চালু রাখা হয়, তাহলে দেশের ঘরোয়া খেলোয়াড়দের জন্য খুব ভালো হবে বলে মনে করেন নাঈম শেখ। তিনি বলেন, ‘অনেক নতুন খেলোয়াড়ের আগ্রহ তৈরি হবে। কারণ এখন দেশের ঘরোয়া ক্রিকেটে যারা ভালো খেলছে, তাদের পারফরম্যান্সের মূল্যটা কিন্তু ক্রিকেট বোর্ড দিতে শুরু করেছে। তাই আমি ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ যে, তারা আমার পারফরম্যান্সের মূল্য দিয়েছে, গ্রেড উন্নীত করে দিয়েছে। অনেক খেলোয়াড়ের জন্য এটা প্রেরণাদায়ক হবে যে, ভালো খেললে সঠিক মূল্যায়ন পাওয়া যায়।’

মোটা অঙ্কের পারিশ্রমিক সবসময় খেলোয়াড়দের আনন্দ দেয়। নাঈম শেখও বাড়তি উৎফুল্ল। আসন্ন বিপিএলে নিজের সেরাটা দিয়েই খেলবেন তিনি। নাঈম বলেন, ‘যদি আমি পঞ্চাশ লাখ টাকাতেও দল পেতাম, তবুও আমার লক্ষ্য একই থাকত। আমার আবেগ, নিবেদন, সবই একই রকম থাকত চট্টগ্রাম রয়্যালসের প্রতি। তখনো সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকত না। মানসিকতা আমার একই থাকত, এখন যা আছে। টাকা এখানে বড় কোনো প্রভাব ফেলবে না।’

রূপালী বাংলাদেশ

Link copied!