মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫৯ এএম

এমবাপ্পের গোলের পরও জিতল না রিয়াল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫৯ এএম

এমবাপ্পের গোলের পরও জিতল না রিয়াল

স্প্যানিশ লা লিগার ম্যাচে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে গোল পেলেও জয়ের দেখা পায়নি তারা। টানা তিন ড্রয়ে লা লিগার শীর্ষ স্থানটাও হারিয়েই ফেলল স্প্যানিশ জায়ান্ট দলটি। রোববার রাতে জিরোনার মাঠে রিয়াল ১-১ গোলে ড্র করে। এর আগে এলচের বিপক্ষে ২-২ গোলে এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মাদ্রিদের ক্লাবটি। রিয়াল হোঁচট খাওয়ার আগের রাতে বার্সেলোনা আলাভেজকে হারিয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে শীর্ষে উঠেছিল। জিরোনার বিপক্ষে জিতলে সেই স্থান আবার পুনরুদ্ধার করতে পারত রিয়াল। কিন্তু একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জয় আদায় করতে পারেনি কোচ জাবি আলোনসোর দল। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

জিরোনার মাঠে আধিপত্য বিস্তার করা রিয়াল ৬০ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নেয়। কিন্তু এমন দাপট দেখিয়েও রিয়াল গোল পেয়েছে মাত্র একটি, তাও আবার পেনাল্টি থেকে। কিন্তু ৬৭ মিনিটে এমবাপ্পের সেই পেনাল্টি গোল রিয়ালকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট এনে দিতে পারেনি। এর আগের ম্যাচের ৪৫ মিনিটে জিরোনার হয়ে একমাত্র গোলটি করেন ওনাহি। পেনাল্টিতে বল জালে জড়িয়ে রিয়ালের হয়ে চলতি মৌসুমে ২৩তম গোলটি করেছেন এমবাপ্পে, যা ক্লাবের মোট গোলের (৪১ গোল) ৫৬ শতাংশ। অবিশ্বাস্য ছন্দে থাকা এমবাপ্পে এই ম্যাচে মোট ৫টি শট নেন, কিন্তু গোল হয়েছে ওই একটাই। হতাশা নিয়েই যে মাঠ ছেড়েছেন, সেটি বুঝিয়েছেন ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে। একই পোস্টে ছিল এমবাপ্পের আশাবাদী মনোভাবও, ‘যে ফল চেয়েছি, সেটি পাইনি। তবে লিগ এখনো উন্মুক্ত, সময়ও বাকি অনেক। আমাদের খেলার ধারাটা বদলাতে হবে, দেখাতে হবে যে দল হিসেবে আমরা কেমন।’ রিয়াল কোচ আলোনসোও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী, ‘আমরা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছি। এটা অনেক লম্বা মৌসুম। আমাদের কাজ করে যেতে হবে। খেলোয়াড়দের প্রচেষ্টা আমার ভালো লেগেছে। তবে সেটা ম্যাচের ফল পাল্টানোর জন্য যথেষ্ট ছিল না, যদিও আমরা কাছাকাছিই ছিলাম। ঐক্যবদ্ধ থেকে আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের ভুল খুঁজে বের করতে হবে এবং অ্যাওয়ে ম্যাচ জিততে চাওয়ার ইচ্ছাটাও বজায় রাখতে হবে।’ লা লিগায় রিয়াল এখন ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!