এক মাসের বেশি সময় পর মাঠে গড়াল ফেডারেশন কাপের খেলা। গত নভেম্বরে ফিফা উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততায় ফেডারেশন কাপের কোনো ম্যাচই হয়নি। গতকাল পুনরায় শুরু হওয়া ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের খেলায় ড্র করেছে মোহামেডান। এই ড্রয়ে গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। কঠিন সময়ে স্বস্তি ড্র পেয়েছে ক্লাবটি। আর্থিক সংকটের মধ্যে রয়েছে মোহামেডান। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পান না কয়েক মাস। গতকালের ম্যাচে ফুটবলারররা মাঠে নামবেন না এমনও গুঞ্জন ছিল। মাঠে লড়াই করে ফর্টিজের বিপক্ষে এক পয়েন্ট আদায় করেছে সাদা-কালোরা।
কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে গোল দিয়ে লিড নিয়েছিল। বিরতির পর মোহামেডান ম্যাচে ফেরার চেষ্টা করে। ফুটবলাররা আর্থিক কষ্টে থাকলেও মাঠে দলের জন্য পয়েন্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টাই করেছেন। ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে উজবেক ফুটবলার মোজাফফরভের নিচু ক্রসে বক্সের মধ্যে প্লেসিংয়ে গোল করেন ঘানার স্যামুয়েল বোয়েটাং। ওই গোলে মোহামেডান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আর্থিক কষ্টের মধ্যেও মোহামেডানের ফুটবলাররা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে পরাজিত করে। আবাহনীকে হারানোর পরও ফুটবলারদের মুখে হাসি ফুটাতে পারেননি কর্মকর্তারা। পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে হারে। তিন দিন পর ফেডারেশন কাপে অবশ্য ফর্টিজের বিরুদ্ধে ড্র করল মোহামেডান। এই ড্রয়ে মোহামেডান দুই ম্যাচ শেষে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে পুলিশ ১-০ গোলে আরামবাগকে পরাজিত করায় তিন পয়েন্টে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে পুলিশ মোহামেডানের কাছে হেরেছিল। ফেডারেশন কাপে গতকালই ছিল আরামবাগের প্রথম ম্যাচ। এই গ্রুপে আরেক দল ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা প্রথম ম্যাচে ফর্টিজের বিরুদ্ধে ড্র করেছিল। ফর্টিজ গতকাল মোহামেডানের বিপক্ষে ড্র করে দুই ম্যাচে দুই পয়েন্ট। দুই গ্রুপে পাঁচটি করে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন