জাতীয় ক্রিকেট লিগে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছেন আবু হয়দার। গত ম্যাচের শেষ দিনে রাজশাহী বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগের হয়ে ১২৭ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ১০টি চার ও ১৩টি ছক্কার মার রয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে কেবল আর দুজনের। প্রথম শ্রেণির ক্রিকেটে আবু হায়দারের দ্বিতীয় সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে জাতীয় লিগেই সেঞ্চুরিটি করেছিলেন। সেবার তার ব্যাট থেকে আসে ১০৭ রান।
গতকাল প্রথম বলেই সেঞ্চুরি পূর্ণ করে দিন শুরু করেন আবু হায়দার। তবে তার দলের হার নিশ্চিত ছিল। আবু হায়দারের আগ্রাসী ব্যাটিংয়ে দলের হারের ব্যবধানই শুধু কমেছে। তবে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে এই অলরাউন্ডার দেখিয়ে দিলেন এখনো তার ব্যাটের ধার কমেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবু হায়দার ব্যাটিংয়ে নেমেছিলেন আগের দিন, যখন ধুঁকছিল তার দল। জয়ের জন্য শেষ ইনিংসে ৪২৮ রান তাড়ায় ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় ময়মনসিংহ। ৮ নম্বরে ক্রিজে গিয়ে পাল্টা আক্রমণে দুর্দান্ত ইনিংস খেলেন ২৯ বছর বয়সি ক্রিকেটার। তৃতীয় দিন শেষে তিনি অপরাজিত রয়ে যান ৯ ছক্কায় ৮৯ বলে ৯৭ রান করে। ক্রিজে তার সঙ্গী ছিলেন শেষ ব্যাটসম্যান আসাদুল্লাহ হিল গালিব। শেষ দিনে মঙ্গলবার প্রথম বলেই চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান আবু হায়দার। পরের বলটিও পাঠিয়ে দেন বাউন্ডারিতে। ময়মনসিংহের এই শেষ জুটি রাজশাহীকে যন্ত্রণা দেয় আরও কিছু সময়। নিহাদউজ্জামানকে ছক্কা মারেন আবু হায়দার, আব্দুর রহিমকে ছক্কায় উড়িয়ে দেন তিন দফায়। তার সেই রোমাঞ্চকর অভিযান শেষ হয় সঙ্গী আউট হয়ে যাওয়ায়। সানজামুল ইসলামকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় লং অনে ধরা পড়েন গালিব। শেষ উইকেটে ৮৯ রানের জুটিতে গালিবের অবদান মাত্র ৯।
১৩ ছক্কায় ১৪১ রানে অপরাজিত রয়ে যান আবু হায়দার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন আর কেবল দুজন ক্রিকেটার। ২০১৪ সালের এপ্রিলে বিকেএসপিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১৬৮ রানের ইনিংসের পথে ১৬ ছক্কা মেরেছিলেন মুক্তার আলী। ২০১২ সালের ডিসেম্বরে মিরপুরে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে ১৫২ রানের ইনিংসে ১৫ ছক্কা মেরেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর আরেক দফায় ১৩ ছক্কাও মেরেছেন, ২০১৪ সালে সিলেটের বিপক্ষে খুলনার হয়ে ১৬৭ রানের ইনিংসের পথে। ২০২২ সালে রংপুরের হয়ে সিলেটের বিপক্ষে ২১০ রানের ইনিংসের পথে ১৩ ছক্কা মারেন আব্দুল্লাহ আল মামুন। সেই তালিকায় এবার যোগ হলো আবু হায়দারের নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ^ রেকর্ড ভারতের তন্ময় আগারওয়ালের। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে আরুণাচলের বিপক্ষে হায়দরাবাদের হয়ে ৩৬৬ রানের ইনিংসর পথে ছক্কা মেরেছিলেন তিনি ২৬টি! আবু হায়দারের ১৪১ রানের ইনিংসের পরও ময়মনসিংহ অলআউট হয় ২৮১ রানে। রাজশাহী ম্যাচ জিতে নেয় ১৪৬ রানে। শতরানের পাশাপাশি বল হাতেও দুই ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন