জাতীয় স্টেডিয়ামে লাতিন-বাংলা সুপার কাপে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা হওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টুর্নামেন্টের জন্য জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করেছে দেশের ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের অভিভাবক সংস্থাটি। বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার তিন দলের অংশগ্রহণে আয়োজন করা হয় লাতিন-বাংলা সুপার কাপ। মাঠে ও মাঠের বাইরে প্রথম দিন থেকেই অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় ভরপুর টুর্নামেন্টটি আমেজহীন। গত সোমবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার ও আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোনের মধ্যকার ম্যাচটি হয় গোলশূন্য ড্র। তবে ম্যাচটি ছিল তিন লাল কার্ডের। বাংলাদশের ইশান হাবিব, আর্জেন্টিনার দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস দেখেন লাল কার্ড।
এরপর মাঠের বাইরে প্রতিদিনই অনিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়েই চলছে তিন জাতির প্রতিনিধিত্ব করা এই আসর। সবশেষ গত ৮ ডিসেম্বর ম্যাচ শেষে সংবাদ সংগ্রহের কাজে মাঠে প্রবেশ করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকেরা বাধাগ্রস্ত হন নিরাপত্তাকর্মী দ্বারা। পরিচয়পত্র ও টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন কার্ড দেখনোর পরও সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন নিরাপত্তাকর্মী। একপর্যায়ে সাংবাদিকের গায়ে হাত তোলেন, মারধরের ঘটনাও ঘটে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ও নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন সাংবাদিকেরা। সেই অভিযোগের ভিত্তিতে এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের মাঠ বরাদ্দ বাতিল স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে ১১ তারিখ জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়ল। বেশ কিছু শর্তে প্রতিষ্ঠানটির কাছে মাঠ বরাদ্দ দেওয়া হয়। মোট টিকিট বিক্রির হিসাব ও ৫০ শতাংশ অর্থ ম্যাচ শুরুর আগে পরিশোধের বিষয়টির পাশাপাশি স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শর্ত লঙ্ঘিত হয়েছে।
সবশেষ সাংবাদিককে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে না দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে, গত ৫ ডিসেম্বর চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয় লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। খেলা উপভোগ করতে টিকিটের দাম সর্বনি¤œ ১ হাজার টাকা। তাই বিক্রি হচ্ছে না। গেট ভেঙে মাঠে দর্শক প্রবেশ করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন