আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ফুটবল বিশ^কাপে প্রথমবারের মতো খেলবে ৪৮টি দল। নতুন আঙ্গিকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গরম আবহাওয়ার কথা বিবেচনা করে বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। উত্তর আমেরিকা অঞ্চলে বিশ্বকাপের সময় আবহাওয়া বেশ উষ্ণ থাকবে। এমনকি এটাই হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম আসর। তবে আবহাওয়া যেমনই হোক না কেন, সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া হবে পানি পানের বিরতি। তার মানে, প্রতি অর্ধের ২২ মিনিট পর খেলা বন্ধ করে দেবেন রেফারি।
গত সোমবার এক বিবৃতিতে ফিফা জানায়, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। প্রসঙ্গত, এ বছরের জুন-জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেই অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা প্রভাব পড়েছিল কিছু ম্যাচে। রাখতে হয়েছিল অতিরিক্ত পানি ও তোয়ালে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন