অনলাইনে গড়ে ওঠে প্রেম, এবার সেই প্রেমের টানে সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটে এসেছেন প্রবাসী নিজামুল হক মোহাম্মদ। এসেই স্বামীহারা প্রেমিকাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তিনি। এমনই ঘটনা ঘটেছে বগুড়ার শাজাহানপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজামুল হক কক্সবাজার জেলার আইয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে পরিবারসহ বসবাস করছেন। সেখানে রয়েছেন তার প্রথম স্ত্রী ও চার সন্তান।
প্রায় ৪-৫ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার বাসিন্দা জুলেখা বেগমের সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় গড়ে তোলে গভীর ভালোবাসার সম্পর্ক, যা পরে অনলাইন বিয়েতে রূপ নেয়।
চলতি বছরের ৩ জানুয়ারি নিজামুল হক বাংলাদেশে এসে চোপিনগর ইউনিয়নের কাজী অফিসে ইসলামি শরিয়াহ ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে জুলেখা বেগমকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।
বিয়ের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার (১৮ জুলাই) বিকেল থেকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়। সৌদি ফেরত পাত্রকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
স্থানীয়রা আরও জানায়, জুলেখা বেগমের প্রথম স্বামী প্রায় ১০-১২ বছর আগে মারা যান। ওই সংসারে তার ১৭ বছর বয়সি এক ছেলে রয়েছে, যিনি বর্তমানে মায়ের সঙ্গেই থাকেন।
বিয়ের বিষয়ে নিজামুল হক বলেন, ‘ইসলামি শরিয়াহ, সামাজিক দায়িত্ববোধ ও দুজনের সম্মতির ভিত্তিতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সব প্রক্রিয়া বৈধভাবে সম্পন্ন হয়েছে।’
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম, শাহজাহানপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এখলাছুর রহমান বলেন, ‘প্রবাসী যুবক শাহজাহানপুরে এসে এক নারীকে বিয়ে করেছেন- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।’
তিনি আরও বলেন, ‘ছেলেটি বাংলাদেশের নাগরিক এবং সৌদি আরবেও সপরিবারে বসবাস করেন। বর্তমানে তিনি সদ্য বিবাহিত স্ত্রী জুলেখার সঙ্গে শাহজাহানপুরের বি-ব্লক এলাকায় অবস্থান করছেন।’
আপনার মতামত লিখুন :