গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের চার সংগঠন রোববার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতালের ঘোষণা দিয়েছে। তবে এর প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে শনিবার (১৯ জুলাই) রাতে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নগরীতে।
মোটরসাইকেল শোভাযাত্রাটি লোকনাথ স্কুল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আগের স্থানে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কেউ যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য সজাগ থাকবেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের যেখানেই দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
আপনার মতামত লিখুন :