পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ও দলটির সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের সরকার প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার পর থেকে গত ৪৫ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।
রোববার (২ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকে আমাদেরকে সুশাসনের নামে শোষণ ও প্রতারণার শিকার হতে হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ যাদের হাতে ক্ষমতা দিয়েছি তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।’
তিনি আরও বলেন, ‘এ অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব—যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকারের জনগণের প্রতিনিধি, জনগণের সুখ-দুঃখের অংশীদার এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।’
মাসুদ সাঈদী বলেন, ‘সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনো দুর্নীতিমুক্ত হবে না। যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনো আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারবে না। তাই এখনই সময়—আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এ সময় পিরোজপুর জেলা, নাজিরপুর উপজেলা ও স্থানীয় জামায়াত ইসলাম ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন