বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:৫৩ পিএম

চলন্ত পিকআপ থেকে ছোড়া ককটেলে বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:৫৩ পিএম

মানিকগঞ্জ শহরে কটটেল বিস্ফোরণ। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জ শহরে কটটেল বিস্ফোরণ। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জ শহরে বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত পিকআপ থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের প্রবেশমুখে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন।

এদিকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা জড়ো হয়ে দুর্বৃত্তদের অপতৎপরতা রোধে অবস্থান নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

Link copied!