কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার, ১২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে শাহরাজ নামের বহুতল মার্কেটটিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটটির নিচতলা ও প্রথম তলায় ইলেকট্রনিকস পণ্য, কাপড় ও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয়দের সাথে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ারসার্ভিস কক্সবাজারের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ পরে জানা যাবে।
এ ঘটনায় দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পাশাপাশি নিচতলায় কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন