ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফেনী-চট্টগ্রাম রুটে চলাচলকারী রনি-রানা পরিবহনের বাসটি মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কে বা কারা এসে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে চালকের আসন ও সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ আহত হননি।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি নাশকতা হতে পারে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন