ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে একই জায়গার কাছাকাছি স্থানে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতেও নতুন করে আগুন দেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় (আখাউড়া–চিনাইর সড়কের পাশে) রেললাইনে দুর্বৃত্তরা আগুন লাগায়। এ ঘটনায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন প্রায় ১৫ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে থাকে। রাত ১২টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন