বরিশালে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি বিকল ট্রাকে হঠাৎ আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা, এমনই এক ঘটনার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সৌভাগ্যবশত পাশেই থাকা আনসার ক্যাম্পের সদস্যরা দ্রুত আগুন নেভানোর ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর আনসার ক্যাম্পের ঠিক সামনে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। তাদের ধারণা, পরিস্থিতি অস্থিতিশীল করতে কেউ উদ্দেশ্যমূলকভাবে ট্রাকে আগুন ধরিয়ে দিতে পারে।
ট্রাকটির মালিক শহিদুল বেপারীর ভাষ্য, যানটি কয়েকদিন ধরে নষ্ট অবস্থায় ছিল এবং মেরামত কাজ চলছিল। কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না।
বিমানবন্দর থানার ওসি মো. আল মামুন জানান, কাছাকাছি সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন