প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যে হতাশা ব্যক্ত করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তাদের বক্তব্য বিচার মানি, তালগাছ আমার। সংসদ নির্বাচন বানচাল করার প্রজেক্ট বাস্তবায়িত না হওয়ায় তারা প্রধান উপদেষ্টাসহ সরকারের নিরপেক্ষতাকে কটাক্ষ করতেও দ্বিধা করছে না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলিশা বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি আলিশা বাজারে গণসংযোগ করেন এবং জনসাধারণের সাথে কুশলবিনিময় করে তাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতাকর্মীসহ তিনি তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, দেশ ও জনকল্যাণে হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে তার নিজের পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি ছিল ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করার একটি প্রজেক্ট। কিন্তু অন্তর্বর্তী সরকার একই দিনে, একই সাথে দুই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে। এতে জাতি স্বস্তির নিশ্বাস ফেলেছে। এ উদ্যোগের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, বিএনপি সর্বাপেক্ষা বড় ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও জুলাই সনদ আদেশে গণতন্ত্রের জন্য অতি প্রয়োজনীয় বিএনপির বাস্তবসম্মত প্রস্তাব এমনকি, প্রধান উপদেষ্টাসহ বিএনপি, জমায়াত স্বাক্ষরিত জুলাই সনদে উল্লেখিত অনেক বিষয় আদেশে সন্নিবেশিত না হওয়া সত্ত্বেও বিএনপি নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। বিএনপি জুলাই সনদ বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ ও তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অংগীকারাবদ্ধ।
তিনি আরও বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক শক্তিকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। দেশকে স্থিতিশীল ও জনকল্যাণ সাধনে বিএনপির কোনো বিকল্প নাই। তাই সবাইকে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি বলেন, “বিএনপি অভিজ্ঞ, জনসম্পৃক্ত ও জনগণের আস্থা অর্জনকারী একটি রাজনৈতিক দল। অতীতের অভিজ্ঞতার আলোকে বিএনপি আবারও সকলকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। রাজনীতি, ধর্ম যার যার, দেশ সবার—এই নীতিতে বিএনপি বিশ্বাস করে। বিএনপির কাছে সবার ওপরে বাংলাদেশ। একইভাবে আমি ‘ধর্ম-বর্ণ-দল-মত যার যার—হালুয়াঘাট ধোবাউড়া আমাদের সবার’ এবং সবার ওপর হালুয়াঘাট-ধোবাউড়া নীতি বাস্তবায়ন করব।”
নড়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দউজ্জামানের সভাপতিত্বে ও সদস্যসচিব হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ আলী মাষ্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, এমদাদ হোসেন, আবদুল মজিদ মাস্টার, আশরাফুল ইসলাম, আলী আযম খান, ক্বারী শহিদুল্লাহ, ফরিদ হোসেন, জুয়েল খান বক্তব্য রাখেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন