ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দু'জন আহত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালেশ্বর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত তৌকির আহমেদ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে ও জিহাদ হোসেন পোড়াহাটি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের হানিফ কাজীর ছেলে। গুরুতর আহত তৌকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত সুমন বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসার একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুমন নিহত হয়। সুমন সড়কে সবসময় বেপরোয়াগতিতে আঁকাবাঁকা মোটরসাইকেল চালাত বলে জানান স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে সে নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন