ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:০৮ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের তৌকির আহমেদ এবং পোড়াহাটি গ্রামের জিহাদ হোসেন।

পুলিশ জানায়, সুমন মোটরসাইকেল নিয়ে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তালেশ্বর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সুমনের মৃত্যু হয়েছিল। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুজন চিকিৎসাধীন। সুমনের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।