ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের ভিডিও ভাইরাল, জেলা ছাত্রদল নেতা বহিষ্কার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:২২ এএম
বহিষ্কৃত ছাত্রদল নেতা ইমরান আহমেদ সজীব

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালানো যুবকের পরিচয় মিলেছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ সজিব। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভাঙচুরের সময় সজিবের সঙ্গে থাকা আরেকজন ঘটনাটির ভিডিও ধারণ করেন। ভিডিওটি বৃহস্পতিবার বিকেলেই ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

অধ্যক্ষ পান্না লাল রায় বলেন, কলেজে ভাঙচুরের পরপরই থানায় জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যাচাই–বাছাই শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কলেজের একটি কক্ষে মুখ ঢাকা ও ক্যাপ পরা অবস্থায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালান ওই যুবক। তাঁর সঙ্গে থাকা একজন ভিডিওটি ধারণ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত সজিবের পরিচয় নিশ্চিত হলে সন্ধ্যায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।