বিএনপি ক্ষমতায় আসলে এক থেকে দেড় কোটি লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘আওয়ামী লীগের সময় চাকরির জন্য লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে, বাড়ি করতে টাকা দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রথমে দুর্নীতি বন্ধ করে বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় মুশফিকুর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার সমাজকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। আওয়ামী লীগের আমলে চাকরি নিতে, চিকিৎসা নিতে, জমির কাগজপত্র করতে টাকা দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এ সব দুর্নীতি বন্ধ হবে।’
এতে বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন হাজারী, মুহাম্মদ ইলিয়াস, প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, আবুল মুনসুর মিশন, ইকলিল আজম, খন্দকার মো. বিল্লাল হোসেন এবং কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভ‚ইয়া দীপু।

-20251209191827.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন