কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ দুজন হলেন- লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই যুবদলের সক্রিয় কর্মী। যারা এ হামলা করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
লারপাড়া এলাকার এক বাসিন্দা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সার হত্যাকাণ্ডের শিকার হন। সে ঘটনার সঙ্গে জড়িত প্রতিপক্ষ সংঘবদ্ধভাবে এবার সাইফুলকে টার্গেট করে থাকতে পারে বলেও তিনি মনে করেন।
ঘটনা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, ‘কি কারণে হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন