‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামী শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। পাশাপাশি আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের রজতজয়ন্তী কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আয়োজিত দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
আলোচনা সভায় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রম আরও বেগবান করতে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’
বেগম রোকেয়ার জীবনসংগ্রাম ও নারী জাগরণে তার অনবদ্য অবদান স্মরণ করে জেলা প্রশাসক বলেন, ‘রোকেয়া আজও নারীর অগ্রযাত্রার প্রেরণা। তার আদর্শ থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পাই।’
সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান উপায়। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নিয়মিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেন অতিথিরা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা ও অঙ্গীকার ঘোষণা করা হয়।
এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সাইকেল র্যালি ও শোভাযাত্রা বের করা হয়, যা জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।

-20251209150701.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন