ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বাংলাদেশের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে ব্রিটিশ হাইকমিশনার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:৩৪ এএম
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি- সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

এই জয় উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। গ্যালারিতে বসে খেলা দেখার সময় তিনি পরেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি, যা টাইগার ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ম্যাচ শেষে ব্রিটিশ হাইকমিশনার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশের জার্সি পরা দুটি ছবি পোস্ট করেন।

ছবিগুলোর সাথে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, পা‌কিস্তা‌নের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ২২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।