চট্টগ্রাম-৯ আসনের সিটি করপোরেশনের আওতাধীন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে বাস্তুহারা সমবায় সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের আয়োজন করা এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম। তিনি বলেন, ‘বেগম জিয়ার নেতৃত্ব মানে ন্যায়, সাহস আর গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস। তিনি এই দেশের রাজনীতিতে সততা, দেশপ্রেম ও ত্যাগের প্রতীক।’
শামসুল আলম আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিক। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছেন। এ দেশের মানুষ তার সুস্থতা কামনা করে। কারণ তিনি দেশপ্রেম, ত্যাগ ও সাহসের প্রতিচ্ছবি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু এবং সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন দিদারুল ইসলাম দিদার। এ ছাড়া স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. বেলাল উদ্দিন চৌধুরী, মো. কাদের, ডাক্তার হারুন, আলী আহমদ, বাস্তুহারা সমবায় সমিতির সভাপতি মো. ফারুক ও সমিতির সদস্যরা।
এ ছাড়াও আজমির, রবিউল, বেলাল হোসেন বেলাল, নুরুল আবছার, হাবিবুর রহমান হাবিব, মহিউদ্দিন, হোসেন মাঝি, কামাল মাঝি, মুমিনুল হক আদনান, নিজাম উদ্দিন, জাহেদ, এইচ মুনছুর, আবদুর সাত্তার, আবুল কালাম, সাইফুল ইসলাম, সেলিম খান, রব মিয়া, মুন্না, বাচ্চু, মিরাজ, সাকিব, হাকিম, মাইকেল, জামাল খোকন, এনাম, কাইছার, ফরিদ, জাফর, সালাউদ্দিন, আলাউদ্দিনসহ যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী।
খতমে কুরআন ও দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

