ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৬:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান নেতারা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন: চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, নায়েবে আমির মওলানা আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।