ফরিদপুরের ভাঙ্গায় কালামৃধা ইউনিয়নের ভাষড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আনোয়ারা হামিদা হাসপাতালের উদ্যোগে এর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ।
দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগের চিকিৎসা, ছানি অপারেশনসহ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যুবনেতা মো. আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, রিফাত মল্লিক, আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুজাহিদ বেগ বলেন, জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি। আমি সংসদ সদস্য হই বা না হই তাতে কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আজ ৩ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৩৬ হাজার অসহায় ব্যক্তিকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। সেবামূলক এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, মানবসেবার উদ্যেশ্যে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন