গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় তেলিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি হয়।
এতে শতাধিক দুস্থ নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন আকন্দ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শহীদুল্লাহ্ বন্দুকশী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তার সুস্থতা কামনায় আমরা সবাই একসঙ্গে দোয়া করছি এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. শাহজাহান মোড়ল, যুগ্মআহ্বায়ক মো. আসাদুজ্জামান রমজান, যুগ্মআহ্বায়ক মো. এরশাদ সরকার, যুগ্মআহ্বায়ক মো. আবু ইউসুফ, আহ্বায়ক সদস্য শাহরিয়া ইকবাল জিয়া, আবু সাঈদ মেলিটারি, বিএনপি নেতা মকবুল হোসেন, জেলা যুবদলের আহবায়ক সদস্য মাহমুদ হাসান রনি, জেলা যুবদল নেতা আব্দুর রহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, আনোয়ার হোসেন ও ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবু।
পরে স্থানীয় মসজিদের ইমাম মো. মজিবুর রহমান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। আয়োজনে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


