ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৯:০৬ এএম
ছবি -সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা আজ রোববার ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

তাপমাত্রা কমলে গতকালের তুলনায় আজ গরমের অনুভূতি কিছুটা কমবে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়েছে, এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রাও। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণও ছিল অনেকটা বেশি—সকাল ৬টায় ৮৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য, মাত্র ‘ট্রেস’ হিসেবে উল্লেখযোগ্য হয়েছে।