বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় তারেক রহমানের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে।
তিনি বলেন, জনগণ সব ক্ষমতার উৎস। আমাদের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপসা কলেজ মাঠে নির্বাচনি সেন্টার কমিটি নিয়ে নৈহাটী ইউনিয়ন এবং টিএসবি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির আমলে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে ছিল। তখন বিদ্যুতের ঘাটতি ছিল না। বিএনপি ক্ষমতায় এলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিএনপির আমলে কৃষক কৃষি পণ্যের ন্যায্যমূল্য পেত।
আজিজুল বারী হেলাল বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা মহিলা দলের আহ্বায়ক এড. তসলিমা খাতুন ছন্দা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।
নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খান আনোয়ার হোসেন।
নৈহাটী ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম ও টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, আবুল কালাম গোলদার, রবিউল ইসলাম রবি, আনসার আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সেখ ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, সদস্য মো. মহিউদ্দিন শেখ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রুবেল মীর, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, মো. বাবু মোল্যা, আমিরুল ইসলাম তারেক, আব্দুল হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, যুবদল নেতা মুন্না সরদার, মিজানুর রহমান, শাহজামান প্রিন্স, ইসরাইল বাবু, মিকাইল হোসেন, সাজ্জাদ হোসেন লিপন, উপজেলা ছাত্রদল সভাপতি কাজী জাকারিয়া, মহিলা যুবদলের সদস্য সচিব শারমিন আক্তার আখি, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, রূপসা কলেজ ছাত্রদল সভাপতি নাজমুল হক পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, ছাত্রনেতা আল-আমিন শেখ, যুবদল নেতা মাসুদ খান, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, সেলিম রেজা, শামীম হাসান, রূপসা কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পিয়াস মুন্সী, বিএনপি নেতা লাভলু শেখ, আতাহার গাজী, মীর জাকির হোসেন, সোলাইমান আনসারী প্রমুখ।


