কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, আমি মানবিক পুলিশ হতে চাই। আমি চাই আপনাদের সন্তান ও পরিবারের সদস্যরা সারাদিন কাজ শেষে নিরাপদে বাড়ি ফিরুক এবং রাতে নির্বিঘ্নে ঘুমাতে পারুক।
প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্যসচিব আবু মনি জুবায়ের রিপন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান লাকি, লুৎফর রহমান কুমার, সাজ্জাদ রানা, দেবাশীষ দত্ত, নুরুল কাদের, শামীম রানা, সোহেল আহমেদ, এম লিটন উজ জামান প্রমুখ।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া ডিএসবির ডিআইও–১ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ ওবায়দুল্লাহসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

