শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞানার্জনের লক্ষ্যকে সামনে রেখে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্মুক্ত পাঠাগার স্থাপন করেছেন ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি।
মঙ্গলবার (১১ নভেম্বর) লক্ষ্মীপুর শহরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাঠাগারগুলো স্থাপন করা হয়। প্রতিটি পাঠাগারে গল্প, কবিতা, প্রবন্ধ, রাজনীতি, ইসলামিকসহ বিভিন্ন বিষয়ে প্রায় অর্ধশতাধিক বই রাখা হয়েছে। শিক্ষার্থীরা ইচ্ছেমতো বই নিয়ে পড়তে পারবেন। অভি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
জানা গেছে, মেধাভিত্তিক রাজনীতি চর্চায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে উন্মুক্ত পাঠাগার স্থাপনের উদ্যোগ নেন হাসিবুর রহমান অভি। প্রাথমিকভাবে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং পৌর শহীদ স্মৃতি একাডেমিতে পাঠাগার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
পাঠাগার স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোভেল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর আরিফ, মো. রায়হান হোসেন, দপ্তর সম্পাদক জাকির পাটোয়ারী, ছাত্রদল নেতা জাহিদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা অভির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, ‘ছাত্র রাজনীতি এমনই হওয়া উচিত—শিক্ষাবান্ধব ও ইতিবাচক। উন্মুক্ত পাঠাগার থেকে বই পড়ে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারব, এতে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। পাঠাগার স্থাপনের জন্য আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই।’
লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন বলেন, ‘ছাত্রদল আমাদের প্রতিষ্ঠানে উন্মুক্ত পাঠাগার স্থাপন করেছে, এটি একটি ইতিবাচক উদ্যোগ। আমরা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম সমর্থন করি না। তবে যদি কোনো উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশে সহায়ক হয়, তাহলে আমরা তাতে সহযোগিতা করব। তারা যে লাইব্রেরি স্থাপন করেছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।’
জানতে চাইলে ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি বলেন, ‘আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি। ছাত্রদল সবসময় শিক্ষার্থী-বান্ধব কার্যক্রমে বিশ্বাসী। পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতেই পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছি। বর্তমানে চারটি প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন করা হয়েছে; পর্যায়ক্রমে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এটি সম্প্রসারণ করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন