জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলায় ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি উদযাপন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বন অধিদপ্তরের বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলার প্রত্যেক শহিদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। এতে শহিদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর উপস্থিতিতে শহিদ আমজাদ হোসেনের বাবা উপজেলা প্রাঙ্গণে পলাশ চারা রোপণ করেন। একই সঙ্গে শহিদ ইমন মিয়ার বাবা কাঠবাদামের চারা রোপণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আমিরুল হাছান, বৈষম্যবিরোধী ছাত্র সামিউর রহমান মাহি, ফয়সাল সারকার রিফাত প্রমুখ।
আপনার মতামত লিখুন :