যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের পর নিজের মোবাইল ফোন নম্বর বদলে ফেলেছেন টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ক। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন।
সাক্ষাৎকারে জনসন বলেন, ‘আমি তাকে (মাস্ককে) একটি দীর্ঘ বার্তা পাঠাই। কিন্তু তার নম্বর বদলে গেছে, সম্ভবত ট্রাম্পের সঙ্গে “ বিগ বিউটিফুল বিল ” নিয়ে দ্বন্দ্বের পর পরেই বুঝি, বার্তাটা বোধহয় কোথাও হারিয়ে গেছে, সে পড়েনি। আমি তার সঙ্গে সরাসরি সাক্ষাতে বিষয়টি ঠিক করতে চাই।’
মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের পেছনে কী?
ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত বাজেট ও কর বিল নিয়ে মাস্কের সাথে এই দ্বন্দ্বের সূত্রপাত। বিলটি ধনীদের জন্য কর ছাড় দেয়, কিন্তু সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁট করে। মাস্ক এই বিলের তীব্র বিরোধিতা করে বলেন, এতে বাজেট ঘাটতি ২.৫ ট্রিলিয়ন বাড়বে।
তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেন, ‘আমি দুঃখিত, কিন্তু আর সহ্য করতে পারছি না। কংগ্রেসের এই বিশাল, অপচয়পূর্ণ ও দুর্নীতিগ্রস্ত বিলটি একটি জঘন্য নোংরামি।’
অন্যদিকে ট্রাম্প বলেন, মাস্ক এই বিলের বিরোধিতা করছেন। কারণ এতে বৈদ্যুতিক গাড়ির জন্য কর ছাড় কমে গেছে, যা মাস্কের কোম্পানিগুলোর জন্য ক্ষতিকর।
মাস্কের ‘আমেরিকান পার্টি’ ঘোষণা ও ট্রাম্পের প্রতিক্রিয়া
বিলটি পাশ হওয়ার পর মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকান পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন। এক্স-এ তিনি লেখেন, ‘আমাদের দেশে এখন একদলীয় ব্যবস্থা চলছে, গণতন্ত্র নয়, যেখানে অপচয় ও দুর্নীতি ছাড়া আর কিছু নেই।’
জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাবনাকে ‘উন্মাদনা’ বলে উড়িয়ে দেন এবং হুঁশিয়ারি দেন, তিনি মাস্কের দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবাসন (ডিপোর্টেশন) নিয়ে ভাবতে পারেন। উল্লেখ্য, মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন।
মধ্যস্থতার চেষ্টায় স্পিকার জনসন
এই বিতর্কের মাঝেই স্পিকার মাইক জনসন বলছেন, তিনি ‘পুরো ব্যাপারটায় মধ্যস্থতার চেষ্টা করছেন’। তিনি মাস্ককে একজন ‘জিনিয়াস’ আখ্যায়িত করে বলেন, ‘তিনি এমন সব কাজ করেন, যেগুলোর কল্পনাও আমি করতে পারি না। তবে আইন প্রণয়ন তার মূল দক্ষতার জায়গা নয়।’
জনসন বলেন, মাস্ক যে উদ্বেগ প্রকাশ করেছেন বাজেট ঘাটতি নিয়ে, সেটি যৌক্তিক। তবে তার প্রতিক্রিয়াকে ‘অতিরঞ্জিত’ বলে অভিহিত করেন। ‘এই সমস্যা রাতারাতি ঠিক হবে না, তবে আমাদের একটি পরিকল্পনা আছে। এটি সবার জন্যই সন্তোষজনক হবে,’ বলেন জনসন।
আপনার মতামত লিখুন :