নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় পিক-আপের এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শফি তালুকদার (৩৫)। তার বাড়ি ফরিদপুর জেলায় এবং পিতার নাম ছোরহাব তালুকদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শফি তালুকদার একটি পিক-আপ ভ্যানে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের বহনকারী পিক-আপটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শফি তালুকদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের সন্ধানে পুলিশ কাজ করছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :