সাবেক বিমানবাহিনী প্রধান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে।’
রোববার (২ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর চেষ্টা দেশের মানুষ বরদাস্ত করবে না।’
দুমকি উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম. এ. হক, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপক লায়লা ইয়াসমিন, নারী ও শিশু অধিকার ফোরামের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জেসমিন জাফর, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও পবিপ্রবির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন