বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী ছারছীনা পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের (মা.জি.আ.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় রাষ্ট্রদূত ছারছীনায় পৌঁছান। তিনি পীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামের খেদমতে ছারছীনার ঐতিহ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমীন আফসারী, জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মো. আলী আকবার, নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন প্রমুখ।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ড. আস সায়দানী দরবার শরিফ প্রাঙ্গণে অবস্থিত মরহুম পীরের মাজার জিয়ারত করেন এবং জুমার নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তাকে দরবার শরিফের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়।
নামাজ শেষে রাষ্ট্রদূত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আজকে এখানে এসে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। ইসলামের খেদমতে ছারছীনা দরবারের অবদান অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের ইসলাম প্রচার-প্রসারে এ প্রতিষ্ঠানের ভূমিকা জেনে আমি অত্যন্ত গর্বিত।’
পরিশেষে, মিলাদ শরিফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরিফের পীর মুনাজাত পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :