রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ। উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ২০০ টাকায়। পরে তিনি মাছটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়তে এ নিলাম উঠানো হয়। নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এর আগে ভোর রাতে দৌলতদিয়া চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি সহযোগীদের নিয়ে মাছটি বাজারে নিয়ে আসেন এবং আড়তে তুলে দেন।
জেলে কৃষ্ণ হালদার জানান, আজ ভোর ৫টার দিকে তিনি ও তার সঙ্গীরা মিলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশোনা এলাকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বিশাল আকারের একটি কাতল মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে কাতলটি নিয়ে যান দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ছকু মোল্লার আড়তে। সেখানে ১৯ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলাম ডাকে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ২২ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে কাতলটি বিক্রি করেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘জেলেদের কাছ থেকে পদ্মা নদীর ছোট-বড় বিভিন্ন মাছ কিনে দেশের বিভন্ন স্থানে নিয়মিত বিক্রি করি। আজ জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কিনেছিলাম বিশাল আকারের একটি কাতল মাছ। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে কুষ্টিয়ার কুমারখালি এলাকার এক ব্যক্তির কাছে কাতলটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, ‘পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন বড় আকৃতির নানা প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এই সময়টায় নদীতে বড় মাছের প্রাচুর্য দেখা যায়।’
স্থানীয়ভাবে এ বিশাল কাতল দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পদ্মার বিশাল এ মাছটি দৌলতদিয়ার জেলেদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন