সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৪৭ পিএম

পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি কবরস্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বাহাদুরপুরের তারাপুরে কোনো এক সময় কবরস্থানে আগুন দেই দুর্বৃত্তরা। এতে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে যায়।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, ‘ফজরের আজান দিতে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার শিক্ষার্থীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বিদ্যুতের সংযোগ নেই। রাস্তা থেকে একটু ভেতরে কবরস্থান। ফলে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এখানে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।’

কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, ‘১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এরকম আগুনের ঘটনা খুবই দুঃখজনক। ৭১ সালের পরাজিত শক্তিরাই এমন কাজ করেছে বলে ধারণা করছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত কবরস্থান পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

Link copied!