রাজশাহীতে চলমান চায়না প্রজেক্ট ‘হুনান কনস্ট্রাকশনে’ কর্মরত শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বেতন কেটে নেওয়া ও ইকুইপমেন্ট বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শ্রমিকেরা ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলার গোদাগাড়ী এলাকায় এই চায়না প্রজেক্টের শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং মহাসড়ক সাময়িকভাবে অবরোধ করেন।
শ্রমিকদের অভিযোগ, প্রজেক্টে ম্যানপাওয়ারের দায়িত্বে থাকা ব্যক্তিরা মাসিক বেতন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নিচ্ছেন এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (ইকুইপমেন্ট) বাবদ অতিরিক্ত অর্থ আদায় করছেন। তাদের দাবি, এই আর্থিক অনিয়ম ও হয়রানির প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।
শ্রমিকদের ৯ দফা দাবিগুলো হলো-
১. বেতন ও ওভারটাইম: বেসিক ৮ ঘণ্টা কাজের বেতন দিতে হবে এবং ওভারটাইমের ক্ষেত্রে বেসিক বেতনের ১.৫ গুণ হারে মজুরি নিশ্চিত করতে হবে।
২. আইন মান্য: বাংলাদেশে প্রচলিত শ্রম আইন পুরোপুরি মেনে চলতে হবে।
৩. ছাঁটাই প্রক্রিয়া: কোনো শ্রমিককে ছাঁটাই করতে হলে কমপক্ষে ৯০ দিন আগে লিখিতভাবে জানাতে হবে, অন্যথায় ছাঁটাইয়ের সময় ৯০ দিনের সমপরিমাণ বেতন পরিশোধ করতে হবে।
৪. চিকিৎসা ও ইন্স্যুরেন্স: সকল শ্রমিকের জন্য মেডিকেল ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করতে হবে।
৫. পিপিই: কাজে ব্যবহৃত সকল ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) বিনামূল্যে সরবরাহ করতে হবে।
৬. বেতন প্রদান: প্রতি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।
৭. উৎসব বোনাস: দুই ঈদের জন্য উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের ৫০% হারে দিতে হবে।
৮. রাতের খাবার: রাতের শিফটে কাজ করা শ্রমিকদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে হবে।
৯. সাপ্তাহিক ছুটি: প্রতি শুক্রবার অর্ধেক বেলা কাজের পর ছুটি দিতে হবে।
শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন