রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
রাঙামাটির প্রশাসনিক ইতিহাসে তিনিই প্রথম নারী ডিসি এবং একই সঙ্গে তিনি এ জেলার ৯৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
নিয়োগের আগে নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগের খবর প্রকাশ পেলে দেশব্যাপী এবং রাঙামাটিতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আনন্দ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই বলছেন, পুরুষ প্রশাসকের বেশ কিছু দায়িত্বে আমরা দেখতে পেয়েছি, কিন্তু রাঙামাটিতে আগে কখনও একজন নারী জেলা প্রশাসকের দায়িত্বগ্রহণ হয়নি।



