ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে বৃষ্টিতে ধান-সবজি ক্ষতিগ্রস্ত, কৃষক দিশাহারা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:৩১ পিএম
ক্ষতিগ্রস্ত ধান। ছবি- রূপালী বাংলাদেশ

গত কয়েকদিনের তীব্র বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রোপা আমন ধান এবং সবজি খেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার হাজারো কৃষক দিশাহারা হয়ে পড়েছেন।

রোববার (২ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধামাইনগর, সোনাখাঁড়া, পাঙ্গাশি, ধুবিল, চান্দাইকোনা ও নলকা ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমির রোপা আমন ধান বাতাসে লুটিয়ে পড়েছে। নিচু এলাকার ধান পানিতে তলিয়ে গেছে, আবার অনেক জমির গাছের গোড়া পচে নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি বেগুন, মরিচ, লাউ ও শাকসবজির ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধামাইনগর ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘আমি এক বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম, এখন সব ধান পানিতে ডুবে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে কী খাব, বুঝতে পারছি না।’

একই এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘দু-এক দিনের মধ্যে পানি না নামলে শুধু ধানই নয়, পাশের সবজিগাছও পচে যাবে।’

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, ‘ভারি বৃষ্টি ও বাতাসের কারণে উপজেলার প্রায় ১২০ হেক্টর জমির রোপা আমন ধান এবং ছয় হেক্টর জমির সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি পড়ে যাওয়া ধানগাছ গুচ্ছ করে বাঁধতে, যাতে পচে না যায়। ক্ষতির তালিকা প্রস্তুত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বৃষ্টি ও বাতাসের কারণে তাদের বছরের পরিশ্রম ও স্বপ্ন ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। তবে রোদ উঠলে এবং পানি কমলে হয়তো কিছু ফসল বাঁচানো সম্ভব হবে বলে তারা আশা করছেন।