সুনামগঞ্জে ৭ ডিসেম্বর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাটি আনসার-ভিডিপি মহাপরিচালকের নজরে আসামাত্রই তিনি ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে অবিলম্বে দাঁড়ানোর নির্দেশ দেন, যা বাহিনীর সদস্যদের প্রতি তার মানবিকতা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঘটনার পর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক দ্রুত সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। জেলা কমান্ড্যান্ট পরে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে কম্বল, উইন্টার কোটসহ শীতবস্ত্র পৌঁছে দেন এবং বিস্তারিত প্রতিবেদন রেঞ্জ সদর দপ্তরে প্রেরণ করেন। রেঞ্জ কমান্ডার বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালককে অবহিত করলে তারা সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।
মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, ৯ ডিসেম্বর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে গৃহনির্মাণে ব্যবহারের জন্য ২ বান টিন ও নগদ ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদ বলেন, এই সহায়তা শুধু একজন সদস্যের নয়, বরং বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি মহাপরিচালকের আন্তরিক ভালোবাসা, দায়িত্বশীলতা ও সহমর্মিতার প্রতীক।


